অবসাদের জন্য বেঙ্গালুরুর সন্ধ্যা কিরানা আশ্রমে তাঁর চিকিৎসা চলছিল বলেও জানা গিয়েছে। কর্ণাটকের বিগবসের সিজন ৩ এর প্রতিযোগী ছিলেন জয়শ্রী। বিগবস শেষ হওয়ার পরে প্রায় সমস্ত অংশগ্রহণকারীই বিভিন্ন কাজ পেয়েছিলেন। কিন্তু সেভাবে কোনও কাজের সুযোগ আসেনি জয়শ্রীর কাছে।
তবে এই প্রথম নয়। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। ২০২০-র ২৪ জুন ফেসবুক পেজ থেকে পোস্ট করেছিলেন, তিনি আত্মঘাতী হতে চলেছেন। তার পরে আবার ২২ জুলাই ফেসবুক পোস্টে লিখেছিলেন, “আই কুইট। এই অবসাদের দুনিয়াকে বিদায় জানাই।”
এরপর ফের ২৫ জুলাই ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “আমি এগুলি প্রচারের জন্য করছি না। আমি সুদীপ স্যরের থেকেও আর্থিক সাহায্য আশা করছি না। আমি অবসাদের সঙ্গে লড়াই করতে পারছি না বলে শুধু নিজের মৃত্যুর আশা করছি।” এর পরে বেশ কিছুদিন ঠিক ছিলেন বলে জানা যায়।
জয়শ্রীর এক বন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্ধুবান্ধব, পরিবার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন জয়শ্রী। এর পরে সোমবার কোনও ফোন ও মেসেজের উত্তর দিচ্ছিলেন না তিনি। পরিবার ও বন্ধুরা ফোন করেও তাঁকে যোগাযোগ করতে পারেননি।
এর পরে আশ্রমে যোগোযোগ করে তাঁর পরিবার। আশ্রমের কর্মী এসে তখন জয়শ্রীকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বেঙ্গালুরুর এক থানায় এই মামলা দায়ের করা হয়েছে।