এক ১২ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি পুষ্পা গনেড়িওয়ালা জানিয়েছেন, কেবল বুক স্পর্শ করার অভিযোগ উঠলেই তাকে পকসো আইনে যৌন নির্যাতন হিসেবে ধরা যাবে না।
জামা সরিয়ে স্কিন টু স্কিন কনট্যাক্ট হলে তবেই সেটা যৌন নির্যাতন বলা যাবে। এক্ষেত্রে যেহেতু নাবালিকার বুকে সরাসরি স্পর্শ করার প্রমাণ মেলেনি তাই তাকে যৌন নির্যাতন বলা যাবে না। তবে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নং ধারায় শ্লিলতাহানীর অভিযোগ আনা যেতে পারে।
এই রায়ের পরে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে সরাসরি স্পর্শ না হলে যৌন হেনস্থা যদি না হয় তাহলে সেটি কী উদ্দেশ্যে করা? জামা কাপড় কী মানুষ যে তাদের নির্যাতন করতে কেউ শুধু জামা কাপড় স্পর্শ করবে? প্রশ্ন উঠছে।