আর্শিয়া দাসকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার-২০২১

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জানুয়ারি।। রাজ্যের প্রতিভাবান খুদে দাবাড় আর্শিয়া দাস-কে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার-২০২১ ভূষিত করা হয়েছে৷ এবছর কেন্দ্রীয় সরকারের মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রকের উদ্যোগে সারা দেশের ৩২ জন কিশোর-কিশোরীকে এই সম্মানে ভূষিত করা হয়৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চয়াল অনুষ্ঠানে সকল পুরস্কার বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন৷ সেসময় আর্শিয়া দাস, তার পিতামাতা সহ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. শৈলেশ যাদব পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে উপস্থিত ছিলেন৷

পরে জেলাশাসক ডা. যাদব আর্শিয়া দাসকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন৷ জেলাশাসক জানান, এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার-২০২১ প্রাপকের তালিকায় উত্তর পূর্বা’লের আসাম, মনিপুর ও ত্রিপুরার ১ জন করে কিশোর কিশোরী রয়েছে৷ উল্লেখ্য, ৫ থেকে ১৮ বছরের কিশোর কিশোরীকে ক্রীড়াক্ষেত্র, সামাজিক, শিল্প ও সংস্কৃতি ক্ষেত্র ও সাহসিকতা সহ মোট ছয়টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?