এদিন রাষ্ট্রপতি বলেন, ‘সিয়াচেন ও গালওয়ান উপত্যকায় মাইনাস ৫০ ডিগ্রি থেকে জয়সলমেরের ৫০ ডিগ্রির প্রচণ্ড উত্তাপেও দেশের সুরক্ষায় সতর্ক আমাদের যোদ্ধারা। খাদ্য উৎপাদনে দেশকে আত্মনির্ভর বানিয়েছেন।
আমাদের কৃষকরা। করোনা আবহেও তাঁরা কাজ করেছেন। প্রত্যেক দেশবাসী আজ তাঁদের স্যালুট জানাচ্ছেন। করোনা মোকাবিলায় ভাল কাজ করেছেন আমাদের দেশের চিকিৎসক, বিজ্ঞানীরা।’।
সরাসরি নাম নিলেও, এদিন লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘর্ষের প্রসঙ্গ তুলে রামনাথ কোবিন্দ বলেন, দেশের সার্বভোমত্যের সঙ্গে কোনও আপস করা হবে না। দেশের নিরাপত্তায় তিন বহিনী সর্বদা প্রস্তুত।