অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।প্রজাতন্ত্র দিবসের সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, ‘দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’
देशवासियों को गणतंत्र दिवस की ढेरों शुभकामनाएं। जय हिंद!
Wishing all the people of India a Happy #RepublicDay. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) January 26, 2021
আজ দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস। রাজধানীর রাজপথে আজ প্রদর্শিত হবে তিন সেনাবাহিনীর শৌর্য এবং দেশের নানা প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্য। তবে করোনাভাইরাস মহামারীর কারণে সব অনুষ্ঠানেরই বহর কিছুটা কাটছাঁট হয়েছে। করোনা সুরক্ষাবিধির জন্য কমেছে দর্শক সংখ্যা।
সামাজিক দূরত্ব বিধি দর্শকাসনের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের সকালে নিরাপত্তার চাদরে মোড়া দিল্লি। বিভিন্ন প্রান্তে কড়া নজর রয়েছে পুলিশ-সহ নিরাপত্তা বাহিনীর। পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন গাড়ির নথি।
এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। একই সঙ্গে গত ৫০ বছরের প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে এই প্রথম এদিন কোনও প্রধান অতিথি থাকছেন না।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই উপলক্ষ্যে আমন্ত্রণ করা হয় কিন্তু ইংল্যান্ডে করোনার দ্বিতীয় পর্যায়ের আক্রমণ শুরু হওয়ায় তিনি দিল্লি আসতে পারেননি। আজ রাজপথে ১২২ সদস্যের বাংলাদেশ সেনাও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।