থ্রিলারে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।। শুরুতে পিছিয়ে পড়েও লিভারপুলকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জমজমাট থ্রিলার ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রবিবার ৩-২ ব্যবধানে জিতেছে দলটি।

এ নিয়ে লিভারপুলকে এফএ কাপ থেকে দশমবারের মতো বিদায় করল ম্যানইউ।
মোহামেদ সালাহর গোলে এদিন লিভারপুল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড।

মার্কাস র‍্যাশফোর্ড ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সালাহ। বদলি নেমে জয়সূচক গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস।

শুরুর একাদশে ফেরা দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে ১৮তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবের্তো ফিরমিনোর পাস ধরে ডি-বক্সে ঢুকে দারুণ এক চিপে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান সালাহ।

২৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে ম্যানইউ। ডি-বক্সে ঢুকে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন গ্রিনউড।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে র‍্যাশফোর্ডের গোলে ইউনাইটেড এগিয়ে গেলেও তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ।

ডনি ফন ডি বিকের বদলি নেমে ব্যবধান গড়ে দেন ফের্নান্দেস। ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন তিনি।

শেষ ষোলোয় ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?