অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির বিভিন্ন এলাকা। এই অবস্থায় দিল্লির বহু অংশে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। এদিন মধ্যরাত পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।
দিল্লির টিকরি, সিঙ্ঘু, গাজিয়াবাদ সীমান্তে বন্ধ করা হয়েছে নেট পরিষেবা। এছাড়াও মুকারবা চক, নাঙ্গলোই এলাকাতেও বন্ধ থাকছে ইন্টারনেট। নেট বন্ধ থাকছে লালকেল্লা চত্ত্বরেও।
উল্লেখ্য, এদিনই পুলিশের বাধা অতিক্রম করে আইটিও হয়ে লালকেল্লায় পৌঁছে যান একদল কৃষক। সেখানে একটি খালি দণ্ডে উঠে কৃষক সংগঠনের পতাকা লাগিয়ে দেওয়া হয়।
যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অশান্তির জেরে মেট্রো পরিষেবা ব্যহত হয় দিল্লি মেট্রোর গ্রিন লাইনের ১১টি স্টেশনে।