প্রজাতন্ত্র দিবসের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, মৃত ৫

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের সকালে উত্তরপ্রদেশের ভাদোহি এলাকার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আসানসোল থেকে রাজস্থানের চিত্তোরগড়ের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুল্যান্স। গোপীগঞ্জ কোটওয়ালি এলাকার আমওয়া গ্রামের কাছে আসতেই ঘটে দুর্ঘটনা।

একটি মালবোঝাই ট্রাকে গিয়ে সোজা ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে শীতের মরশুমে সকালের দিকে বিভিন্ন এলাকা কুয়াশায় ঢেকে যায়। ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। এক্ষেত্রেও তেমনটা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। একইসঙ্গে এও জানা যাচ্ছে, ফাঁকা রাস্তায় অ্যাম্বুল্যান্সটি অতিরিক্ত গতিতে ছুটছিল।

ফলে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতেই পায়নি চালক। সেই কারণেই দুর্ঘটনায় কবলে পড়তে হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে সাধারণতন্ত্র দিবসের সকালে গোটা ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?