অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।কৃষকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত রাজধানী দিল্লি৷ আর এই পরিস্থিতিতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এছাড়াও বৈঠকে রয়েছেন দিল্লির শীর্ষস্তরের নিরাপত্তা ও পুলিশ আধিকারিকরা৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কৃষক বিক্ষোভের জেরে তৈরি হওয়া অশান্ত পরিস্থিতির পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
প্রশাসনের সূত্রে আরও জানা গিয়েছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা ও দিল্লি পুলিশের কমিশনার এসএন শ্রীবাস্তব রয়েছেন৷ অমিত শাহকে বৈঠকে এদিনের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে৷ কোথায় কোথায়, কী ধরনের ঘটনা ঘটেছে, সেই নিয়ে কথা বলেন তিনি৷
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকরা ট্র্যাক্টর মিছিল করবেন বলে আগেই ঘোষণা করেছিলেন৷ সেই মিছিলের অনুমতি অবশ্য দেয়নি দিল্লি পুলিশ৷
কিন্তু এদিন কৃষকরা ট্রাক্টর মিছিল করে জোর করে দিল্লিতে প্রবেশের চেষ্টা করে৷ তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ কৃষকদের বিরুদ্ধে হিংসাত্মকভাবে আন্দোলন করার অভিযোগ উঠেছে৷
বিক্ষোভকারীদের একাংশ লালকেল্লায় পৌঁছে সেখানে তাদের পতাকাও তুলে দেয়৷ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে দিল্লির কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ এছাড়াও দিল্লি মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়৷