মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কাছে হজাগিরি নৃত্য তুলে ধরার ক্ষেত্রে অন্যতম ভূমিকা ছিল সত্যরাম রিয়াংয়ের। আমাদের রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার এলাকায় দশমী রিয়াং পাড়ায় সত্যরাম রিয়াং- এর বাড়ি। এখান থেকেই তিনি বিশ্ববাসীরকাছে তুলে ধরেছিলেন ছন্দময় ও শারীরিক ভারসাম্যের নান্দনিক রূপ হজাগিরি নৃত্যের শৈলীকে। আজ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদ্মশ্রী পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। শ্রী সত্যরাম রিয়াংকে এই সম্মাননা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।