অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।।দিল্লির বুকে এই বছরের গণতন্ত্র দিবস যে এত চমকে ভরা হতে চলেছে তা হয়তো কেউ ভাবেন নি। কৃষি আইনের প্রতিবাদে দিল্লির বিভিন্ন সীমান্তে আন্দোলনকারী কৃষকদের নেতারা জানিয়েছিলেন তাঁরা এদিন ট্রাক্টর মিছিল করবেন।
কিন্তু এদিন ওই মিছিলের পাশাপাশা, আন্দোলনকারীদের একাংশ ট্রাক্টর নিয়ে লালকেল্লাতেও চলে যান। উঠে যান লালকেল্লার ছাদে। সম্পূর্ণ অনভিপ্রেত এই ঘটনা নিয়ে শুরু হয়ে রাজনৈতিক তর্জা।
প্রত্যাশা মতই প্রাথমিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন দলের। বিজেপি’র দাবি, আন্দোলনের নামে তাণ্ডব চালানো হয়েছে রাজধানীতে। লালকেল্লায় যেখানে জাতীয় পতাকা উত্তলন হয় সেই দণ্ডে পর্যন্ত উঠে গিয়েছেন আন্দোলনকারীরা। সেটা লজ্জার।
অন্যদিকে, সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখছেন, কৃষকদের দখলে লালকেল্লা।
তবে দলের কৃষক সংগঠনের নেতা হান্নান মোল্লার প্রতিক্রিয়া, ‘আন্দোলন হাইজ্যাক করা হয়েছে। আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে’।
আন্দোলনকারীদের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব বলেচজেন, ‘আমাদের কোনও পরিকল্পনা ছিল না লালকেল্লায় যাওয়ার। আমরা শান্তিপূর্ণ প্যারেড করছি অন্য সীমান্তে। সিঙ্ঘু বর্ডারে আমাদের লোক ছিলেন না। যারা করেছে তারা কারা জানিনা।
অত্যন্ত লজ্জার ঘটনা।’ আরেক প্রতিবাদী নেতা রাকেশ টিকেইত বলেছেন, রাজনৈতিক দলগুলির অবাঞ্চিত হস্তক্ষেপের ফলে এই কাণ্ড হয়েছে। আন্দোলনে অনুপ্রবেশ ঘটেছে। কৃষকরা শান্তিপূর্ণ আন্দোলন করার পক্ষে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, যেকোনও আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে হওয়া উচিত।
তবে ঘটনা হল এদিন লালকেল্লায় উঠলেও জাতীয় পতাকায় হাত দেননি প্রতিবাদীরা। যে দণ্ড থেকে পতাকা উত্তলনের কথা বলা হচ্ছে সেটা লালকেল্লার সামনের অন্য একটি দণ্ড।