যুক্তরাষ্ট্রকে টপকে নতুন বিদেশি বিনিয়োগে শীর্ষে চীন

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারি।। যুক্তরাষ্ট্রকে টপকে নতুন সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্য হিসেবে জায়গা করে নিল চীন। রবিবার প্রকাশ হওয়া জাতিসংঘের পরিসংখ্যানে এমনটি দেখা গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ প্রায় অর্ধেকে নেমে গেলে দেশটি নিজের শীর্ষ স্থান হারায়।

অন্যদিকে একই সময় চীনের প্রতিষ্ঠানগুলোতে নতুন সরাসরি বিনিয়োগের পরিমাণ চার শতাংশ বেড়েছে। ফলে এ ক্ষেত্রে বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসে দেশটি। এর মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতিতে প্রভাব দেখা গেল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত চীনের।

আরও জানা যাচ্ছে, গত বছর চীনে ১৬৩ বিলিয়ন ডলারের নতুন সরাসরি বিদেশি বিনিয়োগ গিয়েছে আর যুক্তরাষ্ট্রে গিয়েছে ১৩৪ বিলিয়ন ডলারের।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র ২৫১ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছিল আর চীন পেয়েছিল ১৪০ বিলিয়ন ডলারের। তবে নতুন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চীন শীর্ষ স্থানে উঠে এলেও মোট বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এখনো আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

তবে চীন ২০২৮ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির এক নম্বর আসনে চলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?