সক্রিয় প্রতারক চক্র, ভুলেও জানাবেন না আধার নম্বর, সতর্কবার্তা কেন্দ্রের

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে করোনার টিকাকরণ অভিযান। প্রথম পর্যায়ে মূলত স্বাস্থ্যকর্মী ও করোনার বিরুদ্ধে যারা একেবারে সামনে থেকে লড়ছেন তাঁদের টিকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে টিকা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু প্রতারণা চক্র। এই সমস্ত প্রতারণা চক্র ইতিমধ্যেই মানুষকে ফোন করে টিকা দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে।

কেন্দ্রের পক্ষ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, এই সমস্ত প্রতারকচক্র আধার নম্বর চাইলে তা যেন কখনও দেওয়া না হয়। এমনকি, প্রতারকরা ওটিপি নম্বর চাইলে তাও যেন জানানো না হয়। কারণ আধার নম্বর বা ওটিপি নম্বর পেলে এই প্রতারক চক্র সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে। সোমবার পিআইবির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার নাম করে প্রতারকরা মানুষকে ফোন করছে।

মূলত বাড়ির প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার জন্যই ফোন করছে তারা। ফোন করার পর ওই প্রতারকরা মানুষের কাছ থেকে আধার নম্বর, প্যান নম্বর, পাস বইয়ের নম্বর, ওটিপি নম্বর-সহ বিভিন্ন তথ্য জানতে চাইছে। কিন্তু সরকার কখনওই কাউকে ফোন করে ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিচ্ছে না। তাই মানুষ যেন ভুলেও কাউকে নিজের আধার নম্বর, প্যান নম্বর, পাসপোর্ট, পাসবই, ওটিপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ কোনও তথ্য না জানান।

প্রতারকরা কোনওভাবে একবার ওই সমস্ত তথ্য জানতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দেবে বলে পিআইবির পক্ষ থেকেই সতর্কবার্তায় জানানো হয়েছে। পিআইবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনেক সস্তায় ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিচ্ছে প্রতারকরা। কিন্তু মনে রাখবেন সরকার কখনওই টাকা নিয়ে মানুষকে ভ্যাকসিন দিচ্ছে না। অর্থাৎ সরকারের কাছ থেকে ভ্যাকসিন নিতে মানুষের কোনও অর্থ খরচ হবে না।

তাই কম দামে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও তা যেন বিশ্বাস করা না হয়। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টিকাকরণ অভিযান চলছে। এখনো পর্যন্ত দেশে ১৫ লক্ষ স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের কবে ভ্যাকসিন দেওয়া হবে সেটাও এখনও জানায়নি কেন্দ্র। প্রতারক চক্র, ভুলেও জানাবেন না আধার নম্বর, সতর্কবার্তা কেন্দ্রের

 

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে করোনার টিকাকরণ অভিযান। প্রথম পর্যায়ে মূলত স্বাস্থ্যকর্মী ও করোনার বিরুদ্ধে যারা একেবারে সামনে থেকে লড়ছেন তাঁদের টিকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে টিকা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু প্রতারণা চক্র। এই সমস্ত প্রতারণা চক্র ইতিমধ্যেই মানুষকে ফোন করে টিকা দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে।

কেন্দ্রের পক্ষ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, এই সমস্ত প্রতারকচক্র আধার নম্বর চাইলে তা যেন কখনও দেওয়া না হয়। এমনকি, প্রতারকরা ওটিপি নম্বর চাইলে তাও যেন জানানো না হয়। কারণ আধার নম্বর বা ওটিপি নম্বর পেলে এই প্রতারক চক্র সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে। সোমবার পিআইবির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার নাম করে প্রতারকরা মানুষকে ফোন করছে।

মূলত বাড়ির প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার জন্যই ফোন করছে তারা। ফোন করার পর ওই প্রতারকরা মানুষের কাছ থেকে আধার নম্বর, প্যান নম্বর, পাস বইয়ের নম্বর, ওটিপি নম্বর-সহ বিভিন্ন তথ্য জানতে চাইছে। কিন্তু সরকার কখনওই কাউকে ফোন করে ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিচ্ছে না। তাই মানুষ যেন ভুলেও কাউকে নিজের আধার নম্বর, প্যান নম্বর, পাসপোর্ট, পাসবই, ওটিপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ কোনও তথ্য না জানান।

প্রতারকরা কোনওভাবে একবার ওই সমস্ত তথ্য জানতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দেবে বলে পিআইবির পক্ষ থেকেই সতর্কবার্তায় জানানো হয়েছে। পিআইবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনেক সস্তায় ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিচ্ছে প্রতারকরা। কিন্তু মনে রাখবেন সরকার কখনওই টাকা নিয়ে মানুষকে ভ্যাকসিন দিচ্ছে না। অর্থাৎ সরকারের কাছ থেকে ভ্যাকসিন নিতে মানুষের কোনও অর্থ খরচ হবে না।

তাই কম দামে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও তা যেন বিশ্বাস করা না হয়। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় টিকাকরণ অভিযান চলছে। এখনো পর্যন্ত দেশে ১৫ লক্ষ স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের কবে ভ্যাকসিন দেওয়া হবে সেটাও এখনও জানায়নি কেন্দ্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?