অবাধ, সুুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করার অঙ্গীকারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত নতুন ভোটার সহ সকলকেই শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক কমলেশ ধর৷ নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্রও তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ৷ ভোটারদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়৷ নতুন ভোটার সহ সকলকেই ভোটদানে উৎসাহিত করার পক্ষে অভিমত প্রকাশ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিগণ৷ উত্তর ত্রিপুরা জেলার ১২ জন বি এল ও-কে ভাল কাজের জন্য পুরস্ক’ত করা হয় এদিন৷ খোয়াইয়ের পুরাতন টাউনহলেও আজ খোয়াই জেলা এবং মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়৷
অনুষ্ঠানের সূচনা করে জেলাশাসক মিতা মল কোনরকম প্রলোভনে পা না দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে নতুন ভোটারদের প্রতি আহ্বান জানান৷ মহকুমা শাসক অসিত কুমার দাস নতুন ভোটারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ অনুষ্ঠানে ভোটদাতাদের শপথবাক্য পাঠ করান ডেপুটি কালেক্টার সুুমিত্রা দেবনাথ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত৷ অনুষ্ঠানে এ বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও ত’তীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়৷ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এছাড়াও অনুষ্ঠানে উত্তরণ নাট্য সংস্থার শিল্পীরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে একটি নাটক উপস্থাপন করেন৷ রাজ্যের অন্যান্য অংশের সাথে বিলোনীয়ায়ও জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে৷
বিলোনীয়া পুরাতন টাউনহলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুুরেশ চন্দ্র দাস৷ জেলা পঞ্চায়েত আধিকারিক কমিশনার কলই, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুুধাংশু সরকার, মহকুমা শাসক মানিকলাল দাস, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস প্রমুখ৷ অতিথিগণ তাঁদের আলোচনায় জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং নবীন ভোটারদের ভোটদানে অংশগ্রহণের আবেদন জানান৷ অনুষ্ঠানে অতিথিগণ ৮ জন নতুন ভোটারের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেন৷ আমবাসা মহকুমা প্রশাসন এবং ধলাই জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ আমবাসা মহকুমার চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটরিয়াম হলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে৷
ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লদাস অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সজল কান্তি দাস৷ স্বাগত বক্তব্য রাখেন আমবাসার মহকুমা শাসক জেভি দোয়াতি৷ নতুন ভোটারদের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লদাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ানন্দ দেববর্মা৷ কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও আজ উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস৷ নতুন ভোটার প্রিয়াংকা সাহা, সৌরভ দাস, পিংকি দে ও রুবেল রুদ্রপাল প্রদীপ প্রজ্জল করে মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন৷
স্বাগত বক্তব্য রাখেন এবং নতুন ভোটারদের শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী৷ দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফটিকরায় আম্বেদকর মহাবিদ্যালয়ের রাষ্ট্রীয় বিজ্ঞানের অধ্যাপক সত্যজিৎ দাস, পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্র সিনহা ও কুমারঘাট থানার ওসি প্রদ্যোৎ দত্ত৷ অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷ আয়োজিত হয় ওপেন ক্যইজ প্রতিযোগিতা৷ সারা রাজ্যের সাথে আজ কমলপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় ভোটার দিবস৷ মহকুমা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় হারেরখোলা হাইসুকলের মিলনায়তনে৷
অনুষ্ঠানে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব বিশ্লেষণ করে বক্তব্য রাখেন মহকুমা শাসক সুুশান্ত কুমার সরকার, ডেপুটি কালেক্টর তুষার আলম৷ এছাড়াও অনুষ্ঠানে ’ই-এপিক’ কার্ড বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়৷ ৩৫০ জন নতুন ভোটারের হাতে এপিক কার্ড তুলে দেন অতিথিরা৷ জাতীয় ভোটার দিবসের অঙ্গ হিসেবে ১১৮টি পোলিং বুথে ভোটাধিকারের গুরুত্ব বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ আজ বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে৷ প্রদীপ প্রজ্জল করে এর উদ্বোধন করেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা চিত্রা পাল গণতন্ত্রের মহান উৎসব ভোটদান প্রক্রিয়ায় ব্যাপকহারে অংশ নেবার জন্য নতুন ভোটারদের প্রতি আহ্বান জানান৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ডিসিএম টি কলই৷ অনুষ্ঠানে নতুন ভোটারদের নিয়ে ক্যইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে ১৫ জন নতুন ভোটারের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস আজ কাঞ্চনপুর টাউনহলে উদযাপিত হয়৷ কা’নপুর মহকুমা নির্বাচন দপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন কা’নপুর গভ: ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পি মালাকার৷
এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক হেমন্ত দেববর্মা, ডিসিএম হিমেন্দ বিকাশ পাল সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নতুন ভোটারদের জাতীয় ভোটার দিবস-এর শপথ বাক্য পাঠ করানো হয়েছে৷ অনুষ্ঠানে জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কাঞ্চনপুর গভ: ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পি মালাকার, কাঞ্চনপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক হেমন্ত দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন ডিসিএম হিমেন্দ বিকাশ পাল৷ অনুষ্ঠানে অতিথিরা মহকুমা এলাকার নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার কার্ড তুলে দেন৷
খয়েরপুরের গীতবিতান হলে জিরানীয়া মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম চেল৷ স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সুুভাষ দত্ত৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পুরাতন আগরতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুুদীপ্ত বিশ্বাস৷ অনুষ্ঠানে উপস্থিত নতুন ভোটারদের শপথবাক্য পাঠ করান উদ্বোধক গৌতম চেল৷ অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷ এছাড়া অনুষ্ঠিত হয় উন্মক্ত ক্যইজ প্রতিযোগিতা৷