রাজ্যে ১১তম জাতীয় ভোটার দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জানুয়ারি।। রাজ্যের বিভিন্ন জেলা সদর ও মহকুমা সদরে আজ ১১ তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে পালন করা হয়৷ উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক এবং ধর্মনগর মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস পালন অনুষ্ঠানে একসাথেই আয়োজিত হয়েছে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক নগেন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে ধর্মনগর মহকুমা শাসক কমলেষ ধর, উত্তর ত্রিপুরা জেলার এস পি ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ গৌতম দাস, জেলা শিক্ষা আধিকারিক রিপন চক্রবর্তী সহ অন্যান্য বিভিন্ন আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

অবাধ, সুুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করার অঙ্গীকারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত নতুন ভোটার সহ সকলকেই শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক কমলেশ ধর৷ নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্রও তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ৷ ভোটারদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়৷ নতুন ভোটার সহ সকলকেই ভোটদানে উৎসাহিত করার পক্ষে অভিমত প্রকাশ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিগণ৷ উত্তর ত্রিপুরা জেলার ১২ জন বি এল ও-কে ভাল কাজের জন্য পুরস্ক’ত করা হয় এদিন৷ খোয়াইয়ের পুরাতন টাউনহলেও আজ খোয়াই জেলা এবং মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়৷

অনুষ্ঠানের সূচনা করে জেলাশাসক মিতা মল কোনরকম প্রলোভনে পা না দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে নতুন ভোটারদের প্রতি আহ্বান জানান৷ মহকুমা শাসক অসিত কুমার দাস নতুন ভোটারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ অনুষ্ঠানে ভোটদাতাদের শপথবাক্য পাঠ করান ডেপুটি কালেক্টার সুুমিত্রা দেবনাথ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত৷ অনুষ্ঠানে এ বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও ত’তীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়৷ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এছাড়াও অনুষ্ঠানে উত্তরণ নাট্য সংস্থার শিল্পীরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে একটি নাটক উপস্থাপন করেন৷ রাজ্যের অন্যান্য অংশের সাথে বিলোনীয়ায়ও জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে৷

বিলোনীয়া পুরাতন টাউনহলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুুরেশ চন্দ্র দাস৷ জেলা পঞ্চায়েত আধিকারিক কমিশনার কলই, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুুধাংশু সরকার, মহকুমা শাসক মানিকলাল দাস, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস প্রমুখ৷ অতিথিগণ তাঁদের আলোচনায় জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং নবীন ভোটারদের ভোটদানে অংশগ্রহণের আবেদন জানান৷ অনুষ্ঠানে অতিথিগণ ৮ জন নতুন ভোটারের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেন৷ আমবাসা মহকুমা প্রশাসন এবং ধলাই জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ আমবাসা মহকুমার চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটরিয়াম হলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে৷

ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লদাস অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সজল কান্তি দাস৷ স্বাগত বক্তব্য রাখেন আমবাসার মহকুমা শাসক জেভি দোয়াতি৷ নতুন ভোটারদের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লদাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ানন্দ দেববর্মা৷ কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও আজ উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস৷ নতুন ভোটার প্রিয়াংকা সাহা, সৌরভ দাস, পিংকি দে ও রুবেল রুদ্রপাল প্রদীপ প্রজ্জল করে মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

স্বাগত বক্তব্য রাখেন এবং নতুন ভোটারদের শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী৷ দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফটিকরায় আম্বেদকর মহাবিদ্যালয়ের রাষ্ট্রীয় বিজ্ঞানের অধ্যাপক সত্যজিৎ দাস, পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্র সিনহা ও কুমারঘাট থানার ওসি প্রদ্যোৎ দত্ত৷ অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷ আয়োজিত হয় ওপেন ক্যইজ প্রতিযোগিতা৷ সারা রাজ্যের সাথে আজ কমলপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় ভোটার দিবস৷ মহকুমা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় হারেরখোলা হাইসুকলের মিলনায়তনে৷

অনুষ্ঠানে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব বিশ্লেষণ করে বক্তব্য রাখেন মহকুমা শাসক সুুশান্ত কুমার সরকার, ডেপুটি কালেক্টর তুষার আলম৷ এছাড়াও অনুষ্ঠানে ’ই-এপিক’ কার্ড বিষয়ে  সচেতনতামূলক আলোচনা হয়৷ ৩৫০ জন নতুন ভোটারের হাতে এপিক কার্ড তুলে দেন অতিথিরা৷ জাতীয় ভোটার দিবসের অঙ্গ হিসেবে ১১৮টি পোলিং বুথে ভোটাধিকারের গুরুত্ব বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ আজ বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে৷ প্রদীপ প্রজ্জল করে এর উদ্বোধন করেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা চিত্রা পাল গণতন্ত্রের মহান উৎসব ভোটদান প্রক্রিয়ায় ব্যাপকহারে অংশ নেবার জন্য নতুন ভোটারদের প্রতি আহ্বান জানান৷

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ডিসিএম টি কলই৷ অনুষ্ঠানে নতুন ভোটারদের নিয়ে ক্যইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে ১৫ জন নতুন ভোটারের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস আজ কাঞ্চনপুর টাউনহলে উদযাপিত হয়৷ কা’নপুর মহকুমা নির্বাচন দপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন কা’নপুর গভ: ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পি মালাকার৷

এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক হেমন্ত দেববর্মা, ডিসিএম হিমেন্দ বিকাশ পাল সহ  অন্যান্যরা৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নতুন ভোটারদের জাতীয় ভোটার দিবস-এর শপথ বাক্য পাঠ করানো হয়েছে৷ অনুষ্ঠানে জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কাঞ্চনপুর গভ: ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পি মালাকার, কাঞ্চনপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক হেমন্ত দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন ডিসিএম হিমেন্দ বিকাশ পাল৷ অনুষ্ঠানে অতিথিরা মহকুমা এলাকার নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার কার্ড তুলে দেন৷

খয়েরপুরের গীতবিতান হলে জিরানীয়া মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম চেল৷ স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সুুভাষ দত্ত৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পুরাতন আগরতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুুদীপ্ত বিশ্বাস৷ অনুষ্ঠানে উপস্থিত নতুন ভোটারদের শপথবাক্য পাঠ করান উদ্বোধক গৌতম চেল৷ অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷ এছাড়া অনুষ্ঠিত হয় উন্মক্ত ক্যইজ প্রতিযোগিতা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?