এ বিষয়ে শ্রমিক শ্রেণীর মানুষের স্পষ্ট ধারণা থাকতে হবে। তিনি বলেন আমরা কাজ চাই, খাদ্য চাই ,এই সমাজে বসবাস করতে চাই।বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মানুষের কাজের ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা এবং ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারছে না। মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। এই সমাজ ব্যবস্থাকে যারা পরিচালনা করছেন তারা একচেটিয়া পুঁজিপতি এবং বড়লোকদের দল। তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। এই লড়াইয়ে সংগ্রামে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিআইটি ইউর রাজ্য সভাপতি মানিক দে।