অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।।আমেরিকার বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা মডার্না। এই সংস্থা ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে। এই মার্কিন সংস্থার ভ্যাকসিন দেশে আমদানি করার ব্যাপারে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে টাটা হেল্থকেয়ার গ্রুপ। জানা গিয়েছে, টাটা এবং মডার্নার মধ্যে টিকা নিয়ে চুক্তি চূড়ান্ত হলে খুব শীঘ্রই দেশে এই ভ্যাকসিন আসবে। সে ক্ষেত্রে অনেক কম দামে বাজারে পাওয়া যাবে মডার্নার টিকা।
বর্তমানে দেশের দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক করোনার টিকা তৈরি করছে। কিন্তু দেশের বিপুল পরিমাণ টিকার চাহিদা বছরখানেক সময়ের মধ্যেও এই দুই সংস্থার পক্ষে মেটানো সম্ভব নয়।
তাই টিকা আমদানির উপরে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মার্কিন সংস্থা মডার্নার টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন ও আমেরিকা। এদেশেও মডার্নার টিকা নিয়ে আসার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে টাটার হেল্থকেয়ার গ্রুপ।
মডার্নার তৈরি টিকা পরীক্ষার জন্য ইতিমধ্যেই কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের কাছে আবেদন জানাতে চলেছে টাটা গোষ্ঠী। খুব শীঘ্রই দেশে মডার্নার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে।
তবে টাটা গোষ্ঠী এবং মডার্না কোনও সংস্থাই এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি। মডার্নার টিকা দেশের বাজারে অনেকটাই কম দামে মিলতে পারে বলে সূত্রের খবর। টাটার হেল্থকেয়ার গ্রুপ চেষ্টা করছে দেশের অধিকাংশ মানুষকেই দ্রুত টিকা দিতে।
সে কারণেই জনস্বার্থে তারা টিকার দাম কম রাখতে চায়। প্রতিটি মানুষই যাতে নিজের সাধ্যমত দামে টিকা কিনতে পারেন সেটা নিশ্চিত করাই টাটা হেল্থকেয়ার গ্রুপের মূল লক্ষ্য।
শেষ পর্যন্ত যদি মডার্না ও টাটা গোষ্ঠীর মধ্যে টিকা নিয়ে চুক্তি চূড়ান্ত হয় তাহলে দেশের বাজারে বাড়বে টিকার জোগান। সেক্ষেত্রে দেশের দুই সংস্থার সঙ্গে টাটা হেল্থকেয়ার গ্রুপের টিকাও বাজারে পাওয়া যাবে।