ব্যাঙ্কের লকারে হামলা চালাল উইপোকা, নষ্ট করে দিল দু লাখের বেশি টাকা

অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি।। লকারের ভিতর যত্ন করে রাখা ছিল টাকা। কিন্তু লকারের ভিতরেই চলল হামলা। নষ্ট করে দিল দু’ লাখেরও বেশি টাকা। তবে কোনও মানুষ নয়, লকারের মধ্যে হামলা চালিয়েছে উইপোকা। এই ঘটনা ঘটেছে গুজরাতের ভদোদরায়। জানা গিয়েছে, ভদোদরার প্রতাপনগরে ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখায় লকার ছিল রহনা কুতুবউদ্দিন দেসারওয়াল নামে এক ব্যক্তির। ওই ব্যক্তি নিজের লকারে রেখে ছিলেন দু’ লাখ কুড়ি হাজার টাকা।

দুদিন আগে ওই ব্যক্তি লকার খুলে দেখেন তাঁর সব টাকা নষ্ট হয়ে গিয়েছে। উইপোকা কেটে তছনছ করে ফেলেছে তাঁর সমস্ত টাকা। টাকা নষ্টের ঘটনাটি তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান। ঘটনার পরে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এটি একটি অস্বাভাবিক ঘটনা। একই সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ওই ব্যক্তিকে সব ধরনের সহযোগিতা করা হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতাপনগরে ব্যাঙ্ক অফ বরোদার এক শাখায় একজন গ্রাহকের টাকা উইপোকায় নষ্ট করে দিয়েছে। এটি একেবারেই অস্বাভাবিক এবং অভাবিত ঘটনা।

এ ধরনের ঘটনা ঠেকাতে ইতিমধ্যেই ব্যাঙ্কের পক্ষ থেকে কীটনাশক স্প্রে করা হচ্ছে। যে ব্যক্তির ক্ষতি হয়েছে তাঁকে সব ধরনের সাহায্য করা হবে। পাশাপাশি রাজ্যের ব্যাঙ্ক অফ বরোদার সব শাখাতেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদার প্রতাপনগর শাখায় ২৫২ নম্বর লকারটি ভাড়া নিয়েছিলেন কুতুবুদ্দিন। তিনি লকারে যে টাকা রেখেছিলেন উইপোকা তা নষ্ট করে দিয়েছে। ঘটনাটি জানতে পারে সঙ্গে সঙ্গেই তিনি ব্যাঙ্ক ম্যানেজারকে জানান।

ওই ব্যক্তি দাবি করেছেন, ব্যাঙ্কের গাফিলতিতেই তাঁর সব টাকা নষ্ট হয়েছে। তাই তাঁকে পুরো টাকা ফেরত দিতে হবে। ব্যাঙ্ক ওই ব্যক্তিকে সাহায্য করার কথা বললেও টাকা ফিরিয়ে দেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি। প্রতাপনগর শাখার ম্যানেজার জানিয়েছেন, উচ্চতর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় নির্দেশ দিলেই ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?