স্টাফ রিপোর্টার আগরতলা, ২৪ জানুয়ারি।। আবারো বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য। ফলে মাথায় হাত দ্বিচক্র যান চালক সহ যানবাহন চালকদের। দ্বিচক্রযান চালক সহ অন্যান্য যান চালকরা জানান পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এইদিকে পেট্রোল পাম্পে কর্মরত এক শ্রমিক জানান ২২ জানুয়ারি পেট্রোলের মূল্য ছিল লিটার পিছু ৮৫ টাকা ৮৩ পয়সা।
২৩ জানুয়ারি সেই মূল্য বৃদ্ধি হয়ে পেট্রোলের লিটার পিছু মূল্য দাঁড়িয়েছে ৮৬ টাকা ৭ পয়সা। অপরদিকে ২২ জানুয়ারি ডিজেলের মূল্য ছিল লিটার পিছু ৭৯ টাকা ৪ পয়সা। ২৩ জানুয়ারি সেই মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৯ টাকা ৩০ পয়সা। তিনি আরও জানান এইবার সর্বাধিক হয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য।