আন্দোলনরত কৃষকদের পক্ষে পঞ্জাবের ফিরোজপুর জেলার গোলু কা মধ গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং এই চিঠি লিখেছেন। হিন্দিতে লেখা ওই চিঠিতে হরপ্রীত জানিয়েছেন, অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে কৃষকরা প্রায় দুই মাস হল দিল্লিতে অবস্থান করছেন। বেশিরভাগ কৃষকই চান, বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করে দেওয়া হোক। কৃষকরা দেশের মানুষের মুখে অন্ন তুলে দেন। তাঁদের পরিবারের সন্তানরা অনেকেই সীমান্ত সুরক্ষার কাজ করছেন। কৃষি ও কৃষকরাই হলেন দেশের মেরুদণ্ড। তাই কৃষকদের দাবি মেনে নেওয়া উচিত সরকারের।
হরপ্রীত আরও লিখেছেন, কিন্তু সরকার কৃষকদের দাবি মানতে রাজি নয়। দিল্লির প্রবল ঠান্ডার মধ্যে আন্দোলন চালিয়ে যেতে গিয়ে অনেকেই অসুস্থ হয়েছেন। বেশ কয়েকজন মারা গিয়েছেন। তাই আপনি দয়া করে একটু প্রধানমন্ত্রীকে বোঝান, তিনি যেন এই আইন প্রত্যাহার করে নেন। মা হিরাবেন যদি প্রধানমন্ত্রীকে একবার অনুরোধ করেন তাহলে নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার বিষয়টি বুঝবেন। সে ক্ষেত্রে তিনি ওই তিন আইন বাতিল করে দেবেন।
আমরা জানি, প্রধানমন্ত্রী আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন। তাই আপনার বক্তব্য কোনওভাবেই তিনি ঠেলে দেবেন না। আমরা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এই আইন কৃষকদের পক্ষে ক্ষতিকর। কিন্তু তিনি সেটা বুঝছেন না। দয়া করে আপনি যদি এখন প্রধানমন্ত্রীকে একটু বোঝান তাহলে প্রধানমন্ত্রী নিশ্চিত ভাবেই রাজি হবেন। আপনার উপর আমাদের ভরসা আছে, আপনি সাহায্য করুন।