সিঙ্ঘু সীমান্তে হেনস্থার শিকার কংগ্রেস সাংসদ, খুলে নেওয়া হল তাঁর পাগড়ি

অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।।সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ রবনীত সিং বিট্টু। কিন্তু ওই অনুষ্ঠানে যাওয়ার সময় তাঁকে চরম হেনস্থার শিকার হতে হল। অভিযোগ, সাংসদকে ধাক্কা মারা হয়েছে।

এমনকি, খুলে নেওয়া হয়েছে তাঁর মাথার পাগড়ি। তবে কৃষকরা না অন্য কেউ, কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি রবনীত।

উল্লেখ্য, ‘জন্য সংসদ’-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে লুধিয়ানার এই সাংসদ সিঙ্ঘু সীমান্তে যাচ্ছিলেন। অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিত সিং ও দলীয় বিধায়ক কুলবীর সিং জিরাকে সঙ্গে নিয়ে গুরু তেগ বাহাদুর মেমোরিয়ালে যান রবনীত।

সেখানেই তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ফেসবুক পোস্টে এই হামলার কথা উল্লেখ করেছেন রবনীত। সেখানেই তিনি লিখেছেন, কিছু অজ্ঞাতপরিচয় লোক তাঁর উপর হামলা চালায়। তবে তাঁরা কেন হামলা চালিয়েছে সেটা তিনি বুঝতে পারেননি।

উল্লেখ্য, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রবনীত। কৃষক আন্দোলনে তিনি প্রথম থেকেই আছেন। গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে কৃষকদের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি।

সে কারণেই তাঁদের উপর এই হামলা কিনা তা স্পষ্ট নয়। রবনীতের অভিযোগ, তাঁকে মারধর করা হয়। খুলে নেওয়া হয় তাঁর পাগড়ি। একই ঘটনা ঘটেছে অপর সংসদ গুরজিতের সঙ্গেও। তবে তাঁদের বাঁচানোর জন্য কয়েকজন এগিয়ে এসেছিলেন। না হলে তাঁরা আরও বড় বিপদে পড়তেন।

তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে রবনীত জানিয়েছেন। কংগ্রেসের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে দুষ্কৃতীরা। কৃষক আন্দোলনের গায়ে কালি ছেটাতেই পরিকল্পনা করে এই হামলা করা হয়েছে।

কৃষকরা ওই দুই কংগ্রেস সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই কৃষকরা কখনওই এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না। তবে কংগ্রেসের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে কোনও পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?