সাইফ আলী খানদের জিভ কাটতে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা!

অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি।। নতিস্বীকার করে, ওয়েব সিরিজের দৃশ্য ছেঁটেও লাভ হয়নি সাইফ আলী খান অভিনীত ‘তাণ্ডব’এর। সিরিজটি নিয়ে নিয়ে ভারতজুড়ে বিতর্কের রেশ যেন কিছুতেই থামছে না। উত্তরপ্রদেশের পর মুম্বাইতেও ‘তাণ্ডব’ নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ওদিকে ইতিমধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, উত্তরপ্রদেশ পুলিশ যা পদক্ষেপ নেবেন, তাতে তারা সবরকম সাহায্য করবেন। সেই প্রেক্ষিতেই মুম্বাইতে পৌঁছে যোগী আদিত্যনাথের পুলিশ ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফরের বাড়িতে হানা দেয়। এর পাশাপাশি তাকে আইনি নোটিসও পাঠায়।

এবার ওয়েব সিরিজটিতে হিন্দু দেবতার অপমানের প্রতিশোধে ওয়েব সিরিজের কলাকুশলীদের জিভ কেটে আনতে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন কর্ণি সেনা।

সংগঠনের নেতা অজয় সেঙ্গার হুমকির সুরে বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সাইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ সিরিজের যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন, তাদের জিভ কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার দেব।’

পরিচালক আলি আব্বাস জাফরের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে চলছে তাণ্ডব। বিতর্ক থামছেই না। বরং দিনদিন এই বিতর্কে তেল-ঘি ঢালা হচ্ছে নানা মন্তব্যে। সেই তালিকায় এবার যোগ দিলেন মহারাষ্ট্র কর্ণি সেনা প্রধান অজয় সেঙ্গার।

তার হুমকিতে আবারও আলোচনায় উঠে এসেছে ‘তাণ্ডব’। শুধু হুমকি দিয়েই থামেননি সেঙ্গার। সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘তাণ্ডব’ নির্মাতারা ক্ষমা চেয়েছেন, তবে সেটা যথেষ্ট নয়।’

এ বিতর্কে নির্মাতাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি, লখনউ-এর হজরতগঞ্জ কোটওয়ালিতে ‘তাণ্ডব’ নির্মাতাদের বিরুদ্ধে একটি এফআইআর হয়। যাতে আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান, পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা, চিত্রনাট্যকার গোরব সোলাঙ্কির নাম রয়েছে।

যদিও ইতিমধ্যেই ‘তাণ্ডব’ সংশ্লিষ্টরা ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিয়েছেন। এখানে দেখা গিয়েছে হিন্দুদের দেবতা রাম ও শিবকে নিয়ে উপহাস করা হয়েছে। আর এতেই ক্ষেপেছেন ভারতের হিন্দু ধর্মের অনুসারীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?