অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।।২৬ জানুয়ারি দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল হওয়ার কথা। কিন্তু পাকিস্তান থেকেই সেই মিছিল বানচাল করার একটা ষড়যন্ত্র চলছে বলে দাবি করল দিল্লি পুলিশ। দিল্লির স্পেশাল কমিশনার অফ পুলিশ (ইন্টেলিজেন্সি) দীপেন্দ্র পাঠক এই কথা জানিয়েছেন।
দীপেন্দ্র বলেন, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে। পাকিস্তানের ৩০০-র বেশি টুইটার হ্যান্ডেলের খোঁজ মিলেছে। যেখান থেকে ক্রমাগত কৃষক আন্দোলনের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে।
পুলিশ কমিশনার দীপেন্দ্র আরও বলেছেন, মানুষকে ভুল বুঝিয়ে কৃষক আন্দোলন ও ট্রাক্টর মিছিল ভেস্তে দেওয়ার জন্য পাকিস্তানের ৩০০-র বেশি টুইটার হ্যান্ডেল তৈরি হয়েছে। চলতি মাসের ১৩ থেকে ১৮ তারিখের মধ্যে ওই টুইটার অ্যাকাউন্টগুলি চালু করা হয়েছে।
কৃষকদেরকে মিছিল বানচাল করে দেওয়ার একটা বড়সড় ষড়যন্ত্র চলছে। তাই পুলিশের কাছে বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্যারেড মিটে যাওয়ার পর কৃষকরা ট্রাক্টর মিছিল করবেন।
এজন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে। পাকিস্তান থেকে কিভাবে দিল্লির কৃষক আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে দীপেন্দ্র বলেন, পাকিস্তানের বেশ কিছু জঙ্গি সংগঠন এই সমস্যা তৈরি করতে ষড়যন্ত্র করছে।
জঙ্গিদের লক্ষ্য হল ভারতের আইনশৃঙ্খলা নষ্ট করা। যে ৩০৮টি টুইটার হ্যান্ডেলকে চিহ্নিত করা হয়েছে সেখান থেকে কৃষকদের আন্দোলন নিয়ে একের পর এক টুইট করা হয়েছে।
আসলে জঙ্গিদের লক্ষ্য হল, প্রজাতন্ত্র দিবসের দিন যে কোনওভাবে ভারতে নাশকতামূলক কাজ চালানো। তবে পুলিশ সতর্ক আছে। আমরা যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।