অসংলগ্ন অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। তাদেরকে আটক করে উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দেয়। তাতে তারা অল্প বিস্তর আহত হয়। তারপর খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে আসে। আটক যুবক ও মহিলাকে থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চা বাগান সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন সময়ে বহিরাগত কিছু লোকজন সেখানে এসে ফস্টি-নস্টি করে চলেছে। তাতে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে।