প্রতিপক্ষের মাঠে শনিবার গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হেরেছে আর্সেনাল। অন্যদিকে ৫৯তম মিনিটে পিছিয়ে পড়ার পর হারতে হারতে শেষ ৯ মিনিটে তিন গোল দিয়ে জয় পেয়েছে ম্যানসিটি। গত আগস্টে চেলসিকে হারিয়ে শিরোপা জেতা আর্সেনাল সব প্রতিযোগিতা মিলে ৫০৮ মিনিট পর গোল হজম করল। হারের স্বাদ পেল ছয় ম্যাচ পর।
ম্যানসিটির ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৫৯তম মিনিটে গোল করে দলটিকে ভড়কে দেন মে। দলটি অনেক চেষ্টার পর সমতায় ফেরে ৮১তম মিনিটে। দ্বিতীয় গোল আসে তিনি মিনিট বাদে। ফোডেন গোল করার পর গ্যাব্রিয়েল জেসাস ব্যবধান বাড়ান। এরপর অতিরিক্ত সময়ের শেষ দিকে তৃতীয় গোলটি করেন তরেস।
আর্সেনালের ম্যাচে সাউদাম্পটন এগিয়ে যায় ২৪তম মিনিটে। কাইল ওয়াকার-পিটার্সের নিচু ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলের বাড়ানো পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষক বার্নড লেনোকে ফাঁকি দেয়।
স্বাগতিক স্ট্রাইকার ড্যানি ইঙ্গস বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারলে আর্সেনালের হারের ব্যবধান বাড়ত। দ্বিতীয়ার্ধে সফরকারীরা কিছুটা চাপ বাড়ালেও সফলতা পায়নি।শেষ ষোলোয় সাউদাম্পটনের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।