সেই খবর মোতাবেক রবিবার ভোর চারটা থেকে উৎপেতে বসে থাকে বনদপ্তরের কর্মীরা।পরে বনকর্মীরা ১৪ বাইসাইকেল সহ অবৈধ কাঠ গুলি গামাই বাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ জানায় বাইসাইকেল সহ আটক কৃত কাঠের বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। তবে বনকর্মীরা অবৈধ কাঠ পাচারকারীদের আটক করতে সম্পূর্ণ ব্যর্থ। তবে দিনের পর দিন তেলিয়ামুড়া শহরে কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে এ নিয়ে বনদপ্তরের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।