অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি।। বিতর্কিত মন্তব্যের জন্য গোটা দেশেই পরিচিত তিনি। এবার নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এই বিজেপি সাংসদ। শনিবার উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক জনসভায় বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলেন, আমি অভিযোগ করছি, কংগ্রেসই নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুন করেছে। আসলে নেতাজির জনপ্রিয়তার কাছে দাঁড়াতেই পারছিলেন না মহাত্মা গান্ধি ও পন্ডিত জহরলাল নেহরু। কংগ্রেস বুঝতে পেরেছিল যে, নেতাজি বেঁচে থাকলে জহরলাল নেহরু, মহাত্মা গান্ধি কখনওই প্রচার পাবেন না। তাঁরা সবাই নেতাজির ছায়ায় ঢাকা পড়ে যাবেন। সে কারণেই নেতাজিকে সরিয়ে দেওয়া হয়েছে।
নেতাজি ও কংগ্রেস সম্পর্কে এ ধরনের মন্তব্য করায় স্বাভাবিকভাবেই তা গোটা দেশের সংবাদ মাধ্যমের নজর কেড়েছে। কংগ্রেস সহ বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই সাক্ষীর ওই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। নেতাজির শেষ পরিণতি সম্পর্কে এখনো রহস্য ভেদ হয়নি। নেতাজির অন্তর্ধান নিয়ে প্রায়ই বিভিন্ন সময়ে বিরোধীরা সরব হয়েছে। তবে কেউই নেতাজি প্রসঙ্গে এভাবে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেনি। তাই সাক্ষীর এই মন্তব্য নিয়ে যথারীতি আলোড়ন তৈরি হয়েছে দেশে।
উল্লেখ্য, এই বিজেপি সাংসদ যে প্রথম এ ধরনের বিতর্কিত মন্তব্য করলেন তা নয়। এর আগেও তিনি বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের নজর কেড়েছেন। চলতি বছর নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। যদিও নেতাজির জন্মজয়ন্তী পালন নিয়ম কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ বেঁধেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রের বিরোধ প্রকাশ্যে এসেছে। শনিবার কলকাতার ভিক্টোরিয়া স্মৃতিসৌধে আয়োজিত নেতাজি সংক্রান্ত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে গোটা দেশেই শুরু হয়েছে নিন্দাদার ঝড়।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]