অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।। গত ২৩ জানুয়ারি, গোটা দেশের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনেও পালিত হয়েছে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠান। সেখানে নেতাজির একটি তৈলচিত্রতে মাল্যদান করে সুভাষচন্দ্র বসুকে সম্মান জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির পেজ থেকে শেয়ারও করা হয়।
আর এতেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের প্রশ্ন, ওই ছবি নেতাজিরই তো? নাকি সেটি গুমনামি নামক বাংলা ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতাজি চরিত্রের ছবি? সেই অনুকরণেই নাকি তৈরি হয়েছে ওই তৈলচিত্রটি, এটাও বলছেন কেউ কেউ।
বিষয়টিতে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছেন, রাম মন্দির তৈরির জন্য ৫ কোটি টাকা অনুদান দিয়ে নেতাজি ভেবে প্রসেনজিতের ছবিতে মাল্যদান করেছেন রাষ্ট্রপতি।
তবে গোটা বিষয়টিতে বিতর্কের কিছু দেখছেন না গুমনামির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই ছবির অনুকরণেই রাষ্ট্রপতি ভবনের ছবিটি আঁকা হয়েছে।
এঁকেছেন পরেশ মাইতি। এই ছবির সঙ্গে ছবিতে প্রসেনজিতের লুকের মিল থাকলে তার কৃতিত্ব মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর।
রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকেও বলা হয়েছে, ছবিটি, পরেশ মাইতিরই আঁকা। সেটি কোনও ভাবেই টলি অভিনেতার নয়।