স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জানুয়ারি।। অল ত্রিপুরা টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়,। রক্তদান শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি গ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য এবং ত্রিপুরা টি কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সন্তুষ সাহা সহ অন্যান্যরা।রক্তদান শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ উদ্যোক্তাদের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন বর্তমানে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট চরম আকার ধারণ করেছে।এই সংকটময় মুহুর্তে রক্তদানে এগিয়ে আসায় অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশনকে তিনি অভিনন্দন জানিয়েছেন।আগামী দিনগুলোতেও এভাবে রক্তদান শিবির সংগঠিত করার জন্য তাদের প্রতি তিনি আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন রক্ত দানের বিনিময়ে অপরের পাশে দাঁড়ানোর সম্ভব।তিনি বলেন বিজ্ঞান-প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি সাধিত হলেও এখনো পর্যন্ত রক্তের বিকল্প কোনো কিছু আবিষ্কার করা সম্ভব হয়নি। রক্ত কোন ল্যাবরেটরীতে তৈরি করা সম্ভব নয়। মুমূর্ষু রোগীকে বাঁচাতে একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের যোগান নিশ্চিত করা সম্ভব। এ কাজে যারা এগিয়ে আসছন তারা মহত্ত্বের পরিচয় দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।শিক্ষক সংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠন রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।