জানা গিয়েছে, রাত একটা নাগাদ তিঘলক রোড থানার পুলিশের কাছে ফোন আসে। বলা হয়, খান মার্কেট মেট্রো স্টেশনের সামনে কয়েকজন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে দুই পুরুষ ও তিন মহিলা রয়েছে। তাদের আটক করেছে পুলিশ।
কেন স্লোগান দিচ্ছিল তা জানতে চায় পুলিশ। জানা গিয়েছে যারা স্লোগান দিচ্ছিল তারা কেউ ভারতীয় নয়। প্রত্যেকেই বিদেশী। ধৃতদের মধ্যে এক পাক নাগরিকও আছেন। ঘটনার তদন্ত চলছে।