অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি।। দুর্ঘটনার কবলে পড়ল ব্রাজিলের এক ফুটবল দল। রবিবার ব্রাজিলের পালমাস ক্লাবের প্রেসিডেন্ট ও চার ফুটবলার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রাণ হারিয়েছেন ওই বিমানের চালকও।
ফুটবলারদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে গোটা বিশ্বের ফুটবল দুনিয়ায়। পালমাস ক্লাবটি ব্রাজিলের চতুর্থ ডিভিশনে খেলে। তবে চতুর্থ ডিভিশনে খেললেও পালমাস দেশে দেশে যথেষ্ট পরিচিত নাম।
জানা গিয়েছে, ব্রাজিলিয়ান কাপের একটি ম্যাচ খেলতে সাও পাওলো থেকে ৮০০ কিলোমিটার দূরে গোইয়ানিয়া যাচ্ছিল পালমাস। মঙ্গলবার পালমাস ক্লাবের সঙ্গে ভিলানোভার খেলা ছিল।
ওই খেলায় যোগ দিতেই একটি ছোট বিমানে করে ক্লাবের প্রেসিডেন্ট এবং চার ফুটবলার যাচ্ছিলেন। কিন্তু টেক অফের সময়ই দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্লাবের প্রেসিডেন্ট ও চার ফুটবলারের।
পালমাস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে বিমানটি টেকঅফ করেছিল। কিন্তু রানওয়ের একেবারে শেষ প্রান্তে গিয়ে বিমানটি হঠাৎই মাটিতে গোত্তা খেয়ে ভেঙে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন প্রশাসনের পদস্থ আধিকারিকরা। শুরু হয়ে উদ্ধারকাজ। তবে কাউকে বাঁচানো সম্ভব হয়নি। ফুটবলারদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্রাজিলের ফুটবল জগতে শোকের ছায়া নামে। কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৬-র ২৮ নভেম্বর স্যাপকোয়েন্সে ক্লাবের বিমান দুর্ঘটনা বিশ্ব ফুটবলকে নাড়িয়ে দিয়েছিল। ওই বিমান দুর্ঘটনায় স্যাপকোয়েন্সে ক্লাবের অধিকাংশ ফুটবলারের মৃত্যু হয়েছিল।
কপাল জোরে প্রাণে বেঁচে ছিলেন মাত্র তিনজন ফুটবলার। প্রাণে বাঁচা ফুটবলাররা অভিযোগ করেছিলেন, বিমানে জ্বালানি কম থাকার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।