কৃষি আইন বাতিলের দাবিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষকদের ট্রাক্টর সংগঠিত করা হবে।দিল্লিতে বৃহত্তর ও কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই রবিবার আগরতলায় এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করা হয় বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে কালো আইন প্রত্যাহার করে নেবার জন্য তারা দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় সরকার আরোপিত তিনটি কৃষি আইন সংশোধন করলেই চলবে না তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে।কেন্দ্রীয় সরকার অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করে না নিলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে বলেও নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন।কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে উৎপাদিত কৃষিপণ্য সহায়ক মূল্যে ক্রয় করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও তারা দাবি জানিয়েছেন।