দোকানের মালিক বিমল দাস জানান গতকাল গভীর রাতের কোন এক সময়ে চোরের দল হানা দেয় তার দোকানে। দোকানে থাকা প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে যায় চোরের দল, দোকানের ঠিক পেছনে রয়েছে উনার বাড়ি, প্রায় সময়ই দোকানে তিনি টাকা রেখে যেতেন।
গতকালও ঠিক একইভাবে তিনি দোকানে টাকা রেখে যান। শনিবার দোকানে এসে দেখতে পান দোকানের দরজা ভেঙ্গে চোরের দল টাকা নিয়ে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কচু ছড়া থানায়।
কচু ছড়া থানার গাফিলতির কারণেই এমনটা ঘটেছে বলে অভিমত বাজার ব্যবসায়ীদের। একের পর এক চুরি হলেও কচু ছড়া থানার পুলিশ বাবুরা এখন পর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি। যার ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ।