সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপমুখ্যমন্ত্রী বলেন ইউনিটি, একথা ও নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে ইচ্ছা তাদের তা দেকে অত্যন্ত খুশি তিনি, পাশাপাশি তিনি বলেন জনজাতির উন্নয়ন সম্ভব এডিসির মধ্য দিয়ে, এডিসিকে শক্তিশালী করলেই জনজাতিদের উন্নয়ন হবে, তাছাড়াও বর্তমান রাজ্য সরকার বিভিন্নভাবে জাতিদের উন্নয়নে কাজ করছে, ব্লকের মধ্য দিয়ে জনজাতিদের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিনের এই হালাম ইয়ুথ এসোসিয়েশনের সম্মেলনে উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।