স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জানুয়ারি।। ২০১৪ সালের ২৫ ডিসেম্বর মহিলা সংক্রান্ত অপরাধ হ্রাস করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ ঘটে সেবা ও সহায়তা পরিষদ নামক সামাজিক সংস্থার। পথ চলা শুরু হওয়ার প্রথম ৬ বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত ছিল সেবা ও সহায়তা পরিষদ। ২০২০ সালের ১ আগস্ট থেকে সেবা ও সহায়তা পরিষদ মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ে কাজ শুরু করে। বর্তমানে সংস্থার পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে মেয়েদের শারীরিক ও মানসিক ভাবে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদয়পুরের ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত থেকে এই কর্মসূচী শুরু করা হবে। এছাড়াও প্রতিটি জেলার একটি গ্রামকে সেবা গ্রাম মডেল করা হবে। তবে মহিলা সংক্রান্ত অপরাধ হ্রাসে কাজ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক ভাবে ১২ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নাম দেওয়া হয়েছে সুভাষ ব্রিগেড। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সেবা ও সহায়তা পরিষদের সম্পাদিকা শাশ্বতী দাস।