ব্রিসবেনে চতুর্থ ও শেষ টেস্ট জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে দলটি। রোমাঞ্চে ঠাসা ব্রিসবেন টেস্টের বড় নায়ক ছিলেন রিশভ পন্ত। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৯ রানের ইনিংসে হন ম্যাচসেরা।
শেষ দিনে যে খেলাটা খেলে পন্ত ভারতকে জয় এনে দেন, তা ভারতের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শুধু ব্রিসবেন নয়, সিডনিতেও তার ৯৭ রানের ইনিংস ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করাটা শেওয়াগের রুটিন বলা চলে। সেই ধারাবাহিতকায় পন্তে মুগ্ধ হয়ে ব্রিসবেনের নাম ‘পন্তনগর’ করার অভিনব বার্তা দিলেন।
ব্রিসবেনে ভারত ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মজার ছলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে লেখা ছিল, ‘আজ থেকে ব্রিসবেনের নাম পন্তনগর। ‘
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ মুঘলসরাই, এলাহাবাদের নাম বদল করেছিলেন। মুঘলসরাইয়ের নাম বদল করে রাখা হয় পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় নগর। এলাহাবাদের নাম রাখা হয় প্রয়াগরাজ। তারই রেশ ধরে টুইট করেন শেওয়াগ।