৪ উইকেটে ২৯৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৩৮১ রানে থামাতে পেরেছে সফরকারী ইংল্যান্ড।
২৯ ওভার বল করে ৪০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্যারিয়ারে যা তার ৩০তম বারের মতো ৫ বা তার চেয়ে বেশি উইকেট শিকার।
ব্যক্তিগত ১০৭ রান নিয়ে নতুন দিন শুরু করা ম্যাথুস এদিন আর ৩ রান করতে পেরেছেন। পরে নিরোশান ডিকভেলা ৯২ ও দিলরুয়ান পেরেরা ৬৭ রান করেন।
ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ৫ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। দুই ওপেনার ডম শিবলি (০) ও জ্যাক ক্রলিকে (৫) ফিরিয়ে দেন লাসিথ এম্বুলদেনিয়ে।
তবে জো রুটের ব্যাটে খেলায় ফিরে দারুণভাবে। ৭৭ বলে ৬৭ রানে অপরাজিত আছেন রুট। ইংলিশরা ২ উইকেটে ৯৮ রানে দিন শেষ করেছে।
তৃতীয় উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে ৯৩ রান যোগ করেন রুট। বেয়ারস্টোর অপরাজিত আছেন ২৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ৩৮১ (১৩৯.৩ ওভার): ম্যাথুস ১১০, ডিকভেলা ৯২; অ্যান্ডারসন ৬-৪০
ইংল্যান্ড ৯৮-২: রুট ৬৭, বেয়ারস্টো ২৪, এম্বুলদেনিয়ে ২-৩৩
ইংল্যান্ড ২৮৩ রানে পিছিয়ে।