অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি।।কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয়া তিন কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে আন্দোলনে অনড় কৃষকরা। ইতিমধ্যেই দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রের ১১ দফা বৈঠক ব্যর্থ হয়েছে।
কেন্দ্র দেড় বছরের জন্য আইন স্থগিত রাখার কথা বললেও তা মানতে নারাজ আন্দোলনকারীরা।
অন্যদিকে, এসবের মাঝেই দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। প্রথমে আপত্তি জানিয়েও শনিবার এই মিছিলের অনুমতি দিয়েছে পুলিশ।
এই অনুমতি মেলার পরেই কৃষকরা ২৬ জানুয়ারি ১০০ কিলোমিটার লম্বা ট্রাক্টর মিছিলের পরিকল্পনা করেছেন।