নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রামী জীবন সামনে রেখে এগিয়ে যেতে হবে। যাতে সত্যিকারের আদর্শে অনুপ্রাণিত হতে পারে দেশবাসী। দেশের প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে এগোচ্ছে। সেই দিকটি বিবেচনা করে বিজেপি পরাক্রম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা এবং অসমাপ্ত কাজগুলি সম্পূর্ন করে আত্মনির্ভর ভারত বর্ষ গড়ে তুলতে সরকারি এগুচ্ছে বলে জানান তিনি। কমিউনিস্টরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে যে অভাবনীয় মন্তব্য করেছে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানালেন ভারতীয় জনতা পার্টির সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য।