নেতাজী সুুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে নেতাজীর ১২৫তম জন্মজয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জানুয়ারি।। নেতাজী সুুভাষ চন্দ্র বসুু ভারতকে এক শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন৷ কৃতিত্বের সাথে আইসিএস পরীক্ষায় পাশ করেও তিনি সরকারি চাকরি না করে পরাধীন দেশ মাতৃকার সেবায় কাজ করে গেছেন৷ ছাত্র সমাজকে নেতাজীর আদর্শ, মত ও পথকে অনুসরণ করতে হবে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ নেতাজী সুুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে নেতাজী সুুভাষ চন্দ্র বসুুর ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে এই আহ্বান জানান৷

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জাতীয় পতাকা, আজাদ হিন্দ ফৌজের পতাকা উত্তোলন করে নেতাজীর আবক্ষ মূর্তিতে পুপার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, নেতাজী সুুভাষ চন্দ্র বসুু দেশ মাতৃকার সেবায় স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, দেশবন্ধ চিত্তর’ন দাশ, বিপ্লবী রাসবিহারী বসুু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ মনীষীর ভাবধারায় উদ্বুদ্ধ হন৷ বিটিশ শাসনের হাত থেকে দেশকে স্বাধীন করতে তিনি একাধিকবার কারাবরণ করেন৷

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজীর জন্মজয়ন্তীকে দেশব্যাপী পরাক্রম দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী নেতাজীর সব অজানা তথ্য, তাঁর ব্যবহারিক অমূল্য জিনিস দেশবাসীকে দেখানোর জন্য লালকেল্লায় একটি ডিজিটাল মিউজিয়াম চালু করেছেন৷ প্রধানমন্ত্রী চান এক ভারত, শ্রেষ্ঠ ভারত৷ তাঁর বিশ্বাস, যুবারা হলেন দেশের সম্পদ৷ তারা স্বাবলম্বী হয়ে উঠলেই দেশ স্বয়ম্ভর হয়ে উঠবে৷

প্রধানমন্ত্রীর পথ ধরেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক বিকাশে এনসিইআরটি সিলেবাস চালু সহ মোট ৩৪টি ক্ষেত্রে সংস্কার আনা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, নেতাজী আমাদের দেশের গর্ব৷ তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব৷

এই আহ্বান আজও দেশবাসীকে সামনে এগিয়ে নিয়ে যায়৷ সাংসদ শ্রীমতি ভৌমিক বলেন, নেতাজী দেশের স্বাধীনতা আন্দোলনে যে অবদান রেখেছেন তা দেশবাসী চিরকাল মনে রাখবে৷ নেতাজী সুুভাষ চন্দ্র বসুু বিশ্বাস করতেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে দেশের যুব সম্পদায়কে এগিয়ে আসতে হবে৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজীর পথকেই অনুসরণ করছেন৷ দেশকে স্বাবলম্বী করতে আত্মনির্ভর ভারত ও নিউ ইণ্ডিয়ার ডাক দিয়েছেন৷

এদিন শিক্ষামন্ত্রী শ্রীনাথ বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল পাকা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ এটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত, নেতাজীর প্রদত্ত ভাষণের অংশ পাঠ করে৷ উড়ানো হয় বেলুন৷ যোগ ব্যায়াম প্রদর্শন করা হয়৷ আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠান৷ অনুষ্ঠানে সদর মহকুমা শাসক অসীম সাহা, নেতাজী সুুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দ বিকাশ সেন সহ ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?