স্টাফ রিপোর্টার, কমলপুর, ২৩ জানুয়ারি।। শনিবার স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিবস পরাক্রম দিবস উপলক্ষে ভারতীয় জনতা কিষান মোর্চা কমলপুর মন্ডলের পক্ষ থেকে কিষান ৱ্যালী অনুষ্ঠিত হয় । দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ৱ্যালীটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, ৱ্যালিতে পায়ে পা মেলান রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব মহাশয়।
তিনি সাংবাদিকদের সামনে নেতাজীর জন্মদিবসের পাশাপাশি সরকারের বিভিন্ন কাজকর্মের কথা তুলে ধরেন তিনি জানান কিষান নিধি সম্মানের টাকা ছয় হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে, কৃষকদের স্বার্থে বর্তমান সরকার কাজ করছে ও ভবিষ্যতেও করবে। কৃষকদের উন্নতি হলেই রাজ্য ও দেশের উন্নতি সম্ভব। মন্ত্রী ছাড়াও উক্ত ৱ্যালীতে উপস্থিত ছিলেন দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, কিষান মোর্চা কমলপুর মন্ডলের সভাপতি পিন্টু শর্মা, সুব্রত মজুমদার সহ আরও অনেকেই ।