তার প্রেক্ষিতে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজি টুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম বলা মানে ষাঁড়কে লাল কাপড় দেখান। ভিক্টোরিয়ার অনুষ্ঠানে জয় শ্রীরাম বলার জন্যই উনি ভাষণ বন্ধ করে দিয়েছিলেন। আসলে ওনার মধ্যে কোনওরকম সহিষ্ণুতা নেই। উল্লেখ্য, শনিবার কলকাতার ভিক্টোরিয়া স্মৃতি সৌধে নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে ছিল কেন্দ্র। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিতে ওঠেন সে সময় জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। একবার নয় একাধিকবার। অনভিপ্রেত এই ঘটনায় মুখ্যমন্ত্রী কিছুটা অবাক হন। প্রতিবাদে তিনি নীরব থাকার সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়। একটি সরকারি অনুষ্ঠান। সেখানে এ ধরনের আচরণ কখনই ঠিক নয়। তাই এই ঘটনার প্রতিবাদ জানাতে তিনি কোনও বক্তব্য রাখবেন না। সরকারি অনুষ্ঠানে একটা শালীনতা থাকা উচিত। এরপরে জয় হিন্দ এবং জয় বাংলা বলে সকলকে প্রণাম জানিয়ে তিনি মঞ্চ ত্যাগ করেন।
যদিও ভিজের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই মন্তব্যের নিন্দা করেছেন। গতকালের এই ঘটনায় কংগ্রেস ও বামেরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এভাবে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা অত্যন্ত নিন্দনীয়।