২৫ ও ২৭ জানুয়ারি ৪,০৬১ জন ছাত্রছাত্রীকে স্পট রাউণ্ডে ভর্তির অনুমোদন : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জানুয়ারি।। রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে ৪,০৬১ জন ছাত্রছাত্রীকে আগামী ২৫ ও ২৭ জানুয়ারি স্পট রাউণ্ডে ভর্তি হওয়ার জন্য আজ অনুমোদন দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর৷ আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন৷ তিনি আরও জানান, দেশের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে ডিগ্রি কলেজগুলিতে অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু করেছে৷ নতুন শিক্ষানীতিতে দেশের সমস্ত ডিগ্রি কলেজগুলিতে স্বচ্ছতার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির কথা উল্লেখ রয়েছে৷

তিনি জানান, রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে চতুর্থ রাউণ্ড পর্যন্ত মোট ১৩ হাজার ৭৭১ জন ছাত্রছাত্রী সম্পর্ণভাবে মেধার ভিত্তিতে ভর্তি করা হয়েছে৷ তিনি আরও জানান, রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে বর্তমানে পাসকোর্সে ৫ হাজার এবং অনার্স কোর্সে ৩,১৬৫টি আসন খালি রয়েছে৷ কলেজগুলিতে চতুর্থ রাউণ্ড ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর উচ্চশিক্ষা দপ্তর স্পট রাউণ্ডে ভর্তির জন্য ঘোষণা করেছিলো৷ এখন পর্যন্ত মোট ১০ হাজার ৫১৪ জন ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেছে৷ এরমধ্যে ৪,২৯২ জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে৷ বাকি ৬,২২২ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪,০৬১ জন ছাত্রছাত্রীকে স্পট রাউণ্ডে ভর্তির জন্য আজ উচ্চশিক্ষা দপ্তর অনুমোদন দিয়েছে৷

আজই উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে তাদের নাম আপলোড করা হবে৷ আগামীকাল তাদের প্রত্যেকের কাছেই মোবাইল ফোনে ম্যাসেজ চলে যাবে৷ এছাড়াও রাজ্যের প্রতিটি কলেজেই ৪,০৬১ জনের লিস্ট পাঠানো হবে৷ তাদের প্রত্যেককেই আগামী ২৫ ও ২৭ জানুয়ারি এই দু’দিনের মধ্যে ভর্তি হতে হবে বলে শিক্ষামন্ত্রী জানান৷ শিক্ষামন্ত্রী আরও জানান, স্পট রাউণ্ডে ৪,০৬১ জন ছাত্রছাত্রীর ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরই বাকি ২,১৬১ জন ছাত্রছাত্রীকে ভর্তির জন্য অনুমোদন দেওয়া হবে৷ কলেজগুলিতে ভর্তির হওয়ার ক্ষেত্রে কোনও ছাত্রছাত্রী বাদ যাবে না বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?