তার অসমাপ্ত কাজ শেষ করার ক্ষেত্রে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। আত্মনির্ভর ভারত গড়ার জন্য বর্তমানে দেশে সঠিক নেতৃত্ব রয়েছে। এক হয়ে জোট বেঁধে এগিয়ে যেতে হবে। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারে একমাত্র শিক্ষা। স্বামীজীর এই বাণীকে পাথেয় করে গুণগত শিক্ষার মান উন্নয়নের দিকে এগোচ্ছে সরকার। নেতাজির জন্মদিন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে গিয়ে শহরের বোনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন দিশা দেখাবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
অন্যদিকে এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ প্রতিমা ভৌমিক বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুকে এখনো মানতে নারাজ অনেকেই। তিনি আমাদের মধ্যে বিরাজমান। কেন্দ্রীয় সরকার এ দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালনের ঘোষণা করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে পাথেয় করে চলবে সকলে তার আশা ব্যক্ত করেন সাংসদ প্রতিমা ভৌমিক।