কৃষকদের অভিযোগ, এদিন বিজ্ঞান ভবনে পাঁচ ঘণ্টার বৈঠক হলেও প্রথমে প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁদের অপেক্ষা করিয়ে রাখেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এভাবে তাঁদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। এদিনের বৈঠকেও আইন বাতিলের দাবিতে অনড় থাকেন কৃষকরা।
কৃষকদের কথায়, ‘আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও প্রস্তাব গ্রহণ করা হবে না। তবুও মন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন’। উল্লেখ্য, কেন্দ্র এর আগে প্রস্তাব দিয়েছিল দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখা হবে। কিন্তু সেই প্রস্তাবে রাজি নন আন্দোলনকারীরা।
এদিনের বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ‘কৃষি আইন নিয়ে কোনও সমস্যা নেই। কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েই সরকার এই আইন দেড় বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই কৃষকরা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। আগামীকাল তাঁদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে’।