এ রকমই একজন এডদুয়ার্দো মার্টিনেজ। শুক্রবার রাজধানীর রাস্তায় তাকে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে অক্সিজেন কেনার জন্য অপেক্ষা করতে। তার ৫৫ বছর বয়সী মা কভিড- ১৯ রোগী।
মেক্সিকো সিটিতে আংশিক লকডাউন সত্ত্বেও মার্টিনেজের দুই প্রতিবেশী সম্প্রতি করোনায় মারা গেছেন। তিনি বলেন, আমরা যেখানে বাস করছি সেখানে লোকজন খুবই বেপরোয়া। তারা মাস্ক পরেন না।
গত মধ্য ডিসেম্বরের পর থেকে ৯০ লাখ অধিবাসীর মেক্সিকো সিটিতে সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় সব কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে।
সরকারি হিসেবে দেশটিতে করোনায় ২৬ হাজারেরও বেশি লোক মারা গেছে। আক্রান্তের সংখ্যা দেশব্যাপী প্রায় ১ লাখ ৪৭ হাজার। এ প্রেক্ষাপটে অক্সিজেনের চাহিদা বেড়ে প্রবল হয়েছে।
২৩ বছর বয়সী মেডিকেল এক শিক্ষার্থী গত চার দিন ধরে ভার্চুয়াল ক্লাস করতে পারছেন না। কারণ তিনি অক্সিজেনের খোঁজে আছেন। বাড়িতে থাকা অসুস্থ স্বজনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যালেন্সিয়া খুবই উদ্বিগ্ন। কারণ লাইন খুবই দীর্ঘ। কখন অক্সিজেন মিলবে তার কোনো ধারণাই নেই।