অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।। স্বাধীন ভারতের স্বপ্নকে দিশা দিয়েছেন নেতাজি। উনি যুবকদের অনুপ্রেরণা। অখণ্ড ভারতের প্রথম সরকার গঠিত হয়েছিল নেতাজির নেতৃত্বেই। দেশের ১৩০ কোটি মানুষ আজও তাঁর কাছে কৃতজ্ঞ।
শনিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা বলেন।
এদিন তিনি আরও বলেন, ‘নেতাজির জীবন, কর্মকাণ্ড ও সিদ্ধান্তগুলি আমাদের সবার কাছে অনুপ্রেরণা। তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা আজ সফল হয়েছে। আজকের দিনেই জন্ম হয়েছিল ভারতের আত্মগৌরবের’।
ইতিমধ্যেই নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম’ দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘এই দিনটিকে দেশনায়ক বা দেশপ্রেম।দিবস হিসেবে ঘোষণা করতে হবে। পরাক্রম বুঝি না’।
এদিনের অনুষ্ঠান থেকে ঘুরিয়ে এই নামকরণেরও জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘নেতাজি পরাক্রমী ছিলেন। এটা আমাদেরও পরাক্রম। আমাদের অনুপ্রেরণা ও দাপট’।