এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন শিক্ষা মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার শিক্ষা অধিকর্তা অর্জুন শর্মা। আমবাসা পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চন্দন ভৌমিক। ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্যরা। এনএসএস এর প্রোগ্রাম অফিসার লিটন সিংহ চৌধুরীর তত্ত্বাবধানে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন মঞ্চে অনুষ্ঠান শেষে শিক্ষা মন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের রক্তদান করতে উৎসাহ করেন। এদিনের রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদাতার স্বেচ্ছায় রক্ত দান করেন।