অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারি।।দীর্ঘ টানাপড়েনের পর রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। বর্তমানে এই রাম মন্দির উত্তরপ্রদেশের গর্ব। আর সেই কারণেই প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে থাকছে রাম মন্দিরের রেপ্লিকার একটি ট্যাবলো।
এছাড়া রামায়ণের বিভিন্ন ঘটনাও তুলে ধরা হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এছাড়া দীপোৎসব সহ বিভিন্ন ঘটনাও তুলে ধরা হবে ট্যাবলোর মাধ্যমে। ২৬ জানুয়ারি রাজপথে এই ট্যাবলো অংশ নেবে।
মূল ট্যাবলোর সম্মুখভাগে থাকবে মহর্ষি বাল্মীকির একটি মডেল। তার পিছনে থাকবে রাম মন্দিরের রেপ্লিকা। উত্তরপ্রদেশ সরকারের এক অফিসার জানিয়েছেন, ‘অযোধ্যা পবিত্র জায়গা। আর রাম মন্দির অন্যতম আবেগপ্রবণ ইস্যু। আমাদের ট্যাবলো শহরের ঐতিহ্যকে তুলে ধরবে।
এই ঐতিহ্যকেই গোটা দেশের মানুষ শ্রদ্ধা করে।’ শিল্পীদের একটি গ্রুপও থাকবে ট্যাবলোতে। তাঁদের মধ্যে ২ জন মহিলা নৃত্যশিল্পী থাকবেন। এছাড়া একজনকে রামের মতো সাজানো হবে। তিনিও ট্যবলোয় থাকবেন বলে জানিয়েছেন ওই অফিসার।
এছাড়াও দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ট্যাবলো অংশ নেবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। পাশাপাশি অযোধ্যার দীপোৎসব উদযাপিত হয় মাটির প্রদীপ জ্বালিয়ে। ট্যাবলোর একপাশে এই উৎসবের কথাও চিত্রিত করা হয়েছে।
এছাড়া ভগবান রামের নিশাদরাজকে আলিঙ্গন, অহল্যাকে রক্ষা, ভগবান হনুমানের সঞ্জীবনীকে নিয়ে আসা, জটায়ু-রামের গল্প ইত্যাদি অনেক কিছুই চিত্রায়িত হয়েছে ট্যাবলোয়।