সেই কারণেই ট্যাঙ্কারে আবাসিক এলাকায় জল সরবরাহ করা হচ্ছে৷ পর্যাপ্ত পরিমানে জল পাওয়া যাচ্ছে না৷ তাতে সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে৷ সমস্যার কোনো সমাধান না হওয়ায় আবাসিক এলাকার বাসিন্দারা খালি কলসি নিয়ে ৭৯ টিলায় পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে প্রচুর যান বাহন আটকে পড়ে৷ তাতে দূর্ভোগ চরম আকার ধারণ করে৷
খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অবরোধ স্থলে ছুটে আসেন৷ দুই-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷ প্রতিশ্রুতি অনুযায়ী সমস্যা সমাধান না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷