তিনি বলেন, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকেরা ৪৬ দিন অতিক্রান্ত হলেও সরকারপক্ষ এখনো তাদের সাথে আলোচনা করতে এগিয়ে আসে নি। এতটাই অহংকার সরকারের। সরকারের কাছে তাই রাস্তায় নেমে আন্দোলন করা একমাত্র পথ। আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের কাছে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিনের সম্মেলনে রাবার শ্রমিকদের মজুরি, স্বাস্থ্য বীমা ক্ষেত্রে অধিকার সহ যাবতীয় বঞ্চিত দিকগুলি নিয়ে আলোচনা হয়। শ্রমিকদের ২৫ টি অর্জিত আইন শ্রম কোডে বিভক্ত করে অধিকার গুলি বাতিল করে দেওয়া হয়েছে।
রাজ্যের সরকারি এবং বেসরকারি রাবার বাগান গুলির শ্রমিকদের স্বার্থে যে মজুরি কার্যকর করার কথা ছিল সেটা কার্যকর হয়নি। রাবার শ্রমিকদের সাথে এই কর্মসূচি বলে জানিয়েছেন ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ ভারপ্রাপ্ত সম্পাদক সমর চক্রবর্তী, তাপস দত্ত সহ অন্যান্যরা।