রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা ছাড়া আর কোনো পথ নেই : মানিক দে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জানুয়ারি।। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা আর কিছু নেই। শ্রমিকদের চেতনার বিকাশ ঘটাতে হবে। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা ছাড়া আর কোনো পথ নেই। আর রাস্তায় দাঁড়িয়ে জনস্বার্থে আন্দোলন করা কোন রকম অপরাধ নয়। মানুষের কথা মাথায় রেখে ভয় ভীতি দূর করে প্রতিরোধ লড়াই করতে হবে। ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের দশম রাজ্য সম্মেলনে এমনটাই অভিমত ব্যক্ত করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।

তিনি বলেন, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকেরা ৪৬ দিন অতিক্রান্ত হলেও সরকারপক্ষ এখনো তাদের সাথে আলোচনা করতে এগিয়ে আসে নি। এতটাই অহংকার সরকারের। সরকারের কাছে তাই রাস্তায় নেমে আন্দোলন করা একমাত্র পথ। আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের কাছে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিনের সম্মেলনে রাবার শ্রমিকদের মজুরি, স্বাস্থ্য বীমা ক্ষেত্রে অধিকার সহ যাবতীয় বঞ্চিত দিকগুলি নিয়ে আলোচনা হয়। শ্রমিকদের ২৫ টি অর্জিত আইন শ্রম কোডে বিভক্ত করে অধিকার গুলি বাতিল করে দেওয়া হয়েছে।

রাজ্যের সরকারি এবং বেসরকারি রাবার বাগান গুলির শ্রমিকদের স্বার্থে যে মজুরি কার্যকর করার কথা ছিল সেটা কার্যকর হয়নি। রাবার শ্রমিকদের সাথে এই কর্মসূচি বলে জানিয়েছেন ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ ভারপ্রাপ্ত সম্পাদক সমর চক্রবর্তী, তাপস দত্ত সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?